Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৩

এস.এম রেজাউল করিম

এস এম রেজাউল করিম ১২ নভেম্বর ২০২২ তারিখে পরিচালক  হিসেবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যোগদান করেন। এ ফাউন্ডেশনে যোগদান করার পূর্বে তিনি পরিচালক (প্রশাসন), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-তে কর্মরত ছিলেন। তিনি ২০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২৯ মে ২০০১ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে গোপলগঞ্জ  জেলা  প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে চাকুরি জীবন শুরু করেন।

­­এস এম রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) পদে গাংনী উপজেলা, মেহেরপুর এবং মংলা উপজেলা, বাগেরহাটে কর্মরত ছিলেন। প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় যশোর ও পটুয়াখালীতে দায়িত্ব পালনসহ উপজেলা ম্যাজিস্ট্রেট হিসাবে গলাচিপা, পটুয়াখালিতে দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে এনডিসি, আরডিসি (এলএও) পদে কর্মরত ছিলেন। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী, শেরপুর ও নির্বাহী মেজিস্ট্রেট, বিআরটিএ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গাতে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সিনিয়র সহকারী সচিব, কৃষি মন্ত্রণালয়; উপপরিচালক, বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট অথরিটিতে এবং পরিচালক হিসেবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে কর্মরত ছিলেন।

এস এম রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে বিএসএস (অনার্স)  ও এমএসএস ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি ফাইন্যান্স ও ব্যাংকিং-এ এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি লেখালেখির সাথে সম্পৃক্ত রয়েছেন। ‘একাত্তরের শিশু’ ও ‘ট্রাম্পের প্রতি খোলা চিঠি’ তার লেখা দুইটি কবিতার বই প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যায়ন শেষে ফ্রিল্যান্স সাংবাদিক হিসাবে কাজ করেছেন। তিনি জাতীয় পত্রিকায় এবং বিভিন্ন সাপ্তহিক ম্যাগাজিনে প্রবন্ধ, কলাম লিখেছেন। বই পড়া, বই সংগ্রহ করা এবং গানশোনা তার প্রধান শখ। তার ব্যক্তিগত লাইব্রেরিতে ১০০০ টি বই সংগ্রহে আছে।